কল অফ ডিউটি মোবাইল সিজন ৯-এ তৈরী করা যাবে নিজস্ব অস্ত্র

৯ আগষ্ট, ২০২০ ২০:১৫  
তরুণ প্রজন্মের একাংশ মজে আছে টেনসেন্টের কল অফ ডিউটি মোবাইল গেমটিতে। নির্মাতা সংস্থাটিও প্রায়ই গেমারদের জন্য নতুন ম্যাপ সিজন বা চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়। খুব শীঘ্রই গেমটিতে আসতে চলেছে একটি বড়সড় আপডেট। গেমটির পরবর্তী সিজন (সিজন-৯) অফিশিয়ালি রোল-আউট করার আগেই ডেভেলপাররা গেমটিতে কিছু ফিচার সংযোজন করতে শুরু করেছে। আসন্ন নবম সিজনে মাল্টিপ্লেয়ার এবং ব্যাটেল রয়্যালে নিজস্ব অস্ত্র তৈরি করতে পারবেন, গানস্মিথ নামে একটি নতুন আইটেমের মাধ্যমে এই নতুন ফিচারটি পাওয়া যাবে। এছাড়াও কল অফ ডিউটি সিজন-৯ এর আসবে নতুন ‘শিপমেন্ট ১৯৪৪’ ম্যাপ। এই নতুন মানচিত্রটি একটি ছোট ওয়ার জোন। জানা যায়, কল অফ ডিউটি ​​মোবাইল সিজন-৯ আসতে কিছুটা দেরি হচ্ছে। তবে আগস্টের মাঝামাঝি এই সিজনটি এসে যাবে। আপাতত গেমটিতে আরো দুদিনের জন্য সিজন-৮ চ্যালেঞ্জ বাড়ানো হয়েছে।